UsharAlo logo
মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অক্সিজেন সরবরাহ বাড়ানোর নির্দেশনা

usharalodesk
জুলাই ৮, ২০২১ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে করোনার সংক্রমণ প্রতিরোধ ও জনগণের স্বাস্থ্য সুরক্ষায় করণীয় এবং চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বেশকিছু নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অক্সিজেন সরবরাহ বৃদ্ধিসহ হাসপাতালগুলোতে করোনা ডেডিকেটেড শয্যা বাড়াতে নানামুখী পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৮ জুলাই) সব বিভাগ ও জেলার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সকালে এই নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। তিনি করোনার উপসর্গ ও লক্ষণযুক্ত ব্যক্তিদের ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন। স্থানীয় প্রশাসনকে প্রয়োজনে আইসোলেশন নিশ্চিত করতে বলেছেন।

(ঊষার আলো-আরএম)