UsharAlo logo
বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

রুশ বাহিনীকে আইএস জঙ্গির সঙ্গে তুলনা জেলেনস্কির

usharalodesk
এপ্রিল ১৩, ২০২৩ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইউক্রেনের যুদ্ধবন্দিকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে। ভ্লাদিমির পুতিনের বাহিনীর এমন একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তাদের এই আচরণের জন্য রুশ বাহিনীকে আইএস জঙ্গিদের সঙ্গে তুলনা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অবশ্য ভাইরাল ওই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ওই ভিডিওর সূত্র ধরেই জেলেনস্কি বলেন, এমন একটা ঘটনা, যা গোটা বিশ্ব অস্বীকার করতে পারবে না। সবাই দেখতে পাচ্ছে, ওই পশুগুলো (রুশ সেনা) কীভাবে মানুষকে খুন করছে। এটা সবার দায়িত্ব যে, কীভাবে এই আতঙ্ক থেকে মানুষকে মুক্তি দেওয়া যায়।

তিনি এ ঘটনায় জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন।

ওই ভিডিও প্রসঙ্গে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা টুইট করেন, ইউক্রেনের যুদ্ধবন্দিদের নিয়ে যে ভিডিও রুশ সেনা প্রকাশ করছে, তা ভয়াবহ। অথচ এরাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কর্তৃত্ব করে যাচ্ছে। ইউক্রেন থেকে তো বটেই, রাশিয়ার জঙ্গিদের জাতিসংঘ থেকেও দূর করে দেওয়া উচিত।

ঊষার আলো-এসএ