পাইকগাছায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সম্প্রতি অতি মুনাফা লাভের আশায় পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধি করায় পেঁয়াজের মূল্য স্বাভাবিক রাখতে পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর দিকনির্দেশনা মোতাবেক সোমবার বিকালে পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আরিফুজ্জামান।
এ সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে পেঁয়াজ বিক্রেতা ওসিকুল ইসলাম (৫৫) ও উজ্জ্বল দাশ (৩০) কে ভুক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন পেশকার আনিছুর রহমান।