UsharAlo logo
শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অদ্ভুত আবদার, আলভারেজের প্রেমিকার সাথে ব্রেকআপ চেয়ে পিটিশন

pial
ডিসেম্বর ২৯, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কাতার বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা। ঘুচেছে আলবিসেলেস্তেদের ৩৬ বছরের শিরোপা খরা, আর সেই বিশ্বকাপে আর্জেন্টাইন ফুটবলার হুলিয়ান আলভারেজও দারুণ খেলে সবার নজর কেড়েছেন।

কিন্তু বিশ্বকাপ জয়ের আনন্দের পরই একটু বিব্রতকর পরিস্থিতিতেও পড়েছেন আলভারেজ।

একদল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবার আলভারেজের প্রেমিকার সাথে বিচ্ছেদ চেয়ে একটি অনলাইন পিটিশন করেছে। ‘চেঞ্জ ডট অর্গ’ নামে পেজে ‘হুলিয়ান, ব্রেকআপ উইথ ম্যারি জেন (এমিলিয়াকে দেওয়া ভক্তদের নাম)’ শিরোনামে করা পিটিশনে এরই মধ্যে সই করেছেন ১২ হাজারের বেশি মানুষ।

মূলত একটি ভিডিওকে ঘিরেই এমিলিয়াকে নিয়ে এই বিতর্কের শুরু। ভিডিওতে দেখা যায়, একদল শিশু আলভারেজের কাছে অটোগ্রাফের আবদার নিয়ে আসেন। তবে অটোগ্রাফ দেওয়ার বদলে এমিলিয়া তাদের কেবল দলগত ছবি তুলতে দেন। এ আচরণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভক্তরা।

(ঊষার আলো-এফএসপি)