UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অধিনায়কত্ব হারালেন ডেভিড ওয়ার্নার

ঊষার আলো
মে ২, ২০২১ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে ধারাবাহিক ব্যর্থতায় ক্যাপ্টেনসি খোয়ালেন ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স হায়দরাবাদ ওয়ার্নারের থেকে দলের দায়িত্ব তুলে দিল নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসনকে। গতকাল শনিবার (১ মে) বিকেলে টুইট করে এ ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজিটি। এ মৌসুমের বাকি সকল ম্যাচে অরেঞ্জ আর্মির নেতৃত্ব দেবেন ক্যাপ্টেন কেন।

ওয়ার্নারের ক্যাপ্টেনসিতে এ আইপিএলে হাফ ডজনের মত ম্যাচ খেলেছে হায়দরাবাদ। তবে একটি মাত্র ম্যাচই জিততে পেরেছে তারা। কাজেই বলাই বাহুল্য যে লিগের লাস্ট বয় এসআরএইচ। তবে ওয়ার্নার সকল ব্যর্থতা নিজের কাঁধেই তুলে নিয়েছেন।

(ঊষার আলো-এফএসপি)