UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫

ঊষার আলো ডেস্ক
জুলাই ১৫, ২০২৪ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারী, বৃদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকালে লোহাগড়া উপজেলার নালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লোহাগড়া উপজেলাধীন নলদি ইউনিয়নের নালিয়া গ্রামের সবুর খান পক্ষ ও শওকত খান পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। বিদ্যমান এ বিরোধকে কেন্দ্র করে সোমবার (১৫ জুলাই) সকালে সংঘর্ষে জড়ায় বিবাদমান দুই পক্ষ। বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অন্যের উপর চড়াও হলে উভয়পক্ষে অন্তত ১৫জন আহত হয়, যার মধ্যে ৭০ উর্দ্ধ নারী-পুরুষ ও রয়েছে।

পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ প্রকৃয়া চলমান রয়েছে বলে জানায় পুলিশ।