UsharAlo logo
সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অনিশ্চয়তার অবসান, প্রথম টেস্টে খেলবেন সাকিব

pial
মে ১৪, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব আল হাসানের খেলা নিয়ে অনিশ্চয়তার অবসান হল। প্রথম টেস্টে খেলবেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

শনিবার (১৪ মে) সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক এ কথা জানিয়েছেন।

মুমিনুল হক বলেন, ‘অনুশীলনে সাকিব ভাইকে দেখে তো আমার কাছে ভালোই মনে হয়েছে।’
এরপর প্রথম টেস্টে সাকিবের খেলা প্রসঙ্গে টেস্ট অধিনায়কের ভাষ্য, ‘হ্যাঁ, তিনি খেলবেন।’

এ সময় সাকিবের ফিটনেস নিয়ে মুমিনুল বলেন, ‘কোচ বলেছিলেন (সাকিব) যদি ফিট থাকে তাহলে তিনি খেলতে পারবেন। আজ আমরা তো দেখলামই, আমার দেখে তা-ই মনে হয়েছে।’

করোনা নেগেটিভ হয়ে শুক্রবার রাতে চট্টগ্রামে হোটেলে ফিরেন সাকিব। আর শনিবার সকালে অনুশীলনেও নামেন তিনি।

এরপর সংবাদ সম্মেলেনে এসে সাকিব আল হাসানের শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা নিয়ে সংশয় দূর করলেন মুমিনুল হক।

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল রবিবার প্রথম টেস্টে মাঠে নামছে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ খেলা।

(ঊষার আলো-এফএসপি)