ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ১২ সিটি কর্পোরেশন মেয়রকে অপসারণ করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের অপসারণের বিষয়টি জানানো হয়।
সিটি কর্পোরেশনগুলোর মধ্যে আরও রয়েছে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশন।
এর আগে এদিন আরেক প্রজ্ঞাপনে দেশের ৬০ জেলা ও ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।