ঊষার আলো রিপোর্ট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব কড়িয়া এলাকায় ৮ম শ্রেণির ১ স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে মোমিন ওরফে রাজু মিয়া (২৫) নামে ১ বখাটেকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আজ ১৬ মার্চ মঙ্গলবার বেলা ১২টায় আদালতের মাধ্যমে পাঁচবিবি থানা পুলিশ তাকে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃত যুবক পাঁচবিবি উপজেলার সমসাবাদ গ্রামের নুরুজ্জামানের ছেলে। এর আগে ১৫ মার্চ সোমবার রাতে তাকে আটকসহ অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব ও পুলিশ।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সাইদুর রহমান বলেন, ১২ মার্চ রাতে ওই স্কুল ছাত্রী ঘর থেকে বাইরে আসলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সমসাবাদ গ্রামের বখাটে মোমিন মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়।
মেয়েকে ঘরে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর মেয়ের বাবা প্রতিবেশীর মাধ্যমে জানতে পারে বখাটে মোমিন তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে।
এ ঘটনায় ১৫ মার্চ সোমবার রাতে মেয়ের বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি মামলা করেন। পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে রাতেই মোমিনকে আটক করে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
(ঊষার আলো-এম.এইচ)