UsharAlo logo
শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘অপারেশন সিঁদুর’-এ ১০০ নিহত, দাবি ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর

ঊষার আলো ডেস্ক
মে ৮, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

কাশ্মীরের পেহেলগাম হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে চালানো ‘অপারেশন সিঁদুর’-এ ১০০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) বিরোধীদলীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে এই দাবি করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এছাড়া প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানকে সংঘাত আরও বাড়ানোর বিরুদ্ধেও সতর্ক করেছেন।

প্রতিরক্ষামন্ত্রী বিরোধীদলকে বলেন, ‘সিঁদুর’ একটি ‘চলমান অভিযান’।  ভারত আর কোনও হামলা চালাতে চায় না, তবে পাক বাহিনী আক্রমণ করলে আবারও পাল্টা আক্রমণ করবে।

বিরোধী দল সরকারকে বলেছে, তারা সীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় তাদের প্রচেষ্টাকে সমর্থন করবে।

কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে সাংবাদিকদের বলেন, ‘আমরা তাদের কথা শুনেছি… তারা বলেছে, কিছু তথ্য গোপন রাখতে হবে। আমরা বলেছি ‘‘আমরা সবাই সরকারের সাথে আছি’’। ‘

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সর্বদলীয় ব্রিফিংটি সৌহার্দ্যপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছিল। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এ বিষয়ে সাংবাদিকদের বলেন যে, ‘সবাই ম্যাচিউরিটি দেখিয়েছে এবং ঝগড়ায় লিপ্ত হয়নি।

এর আগে বুধবার সন্ধ্যায় সরকারি সূত্র এনডিটিভিকে জানিয়েছিল, অপারেশনে ৭০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।

সূত্র আরও জানিয়েছে, হামলায় লক্ষ্যবস্তু এলাকায় সন্ত্রাসী অবকাঠামো ভেঙে ফেলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগাম বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে।  এর প্রতিশোধে  পালটা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

ঊষার আলো-এসএ