UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অফিসে যাবার পথে প্রাণ গেল নারীর

usharalodesk
ডিসেম্বর ২৭, ২০২২ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : যশোরের শার্শায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌস (২৪) নামে এক পল্লী বিদুৎ কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নাভারণ বাজারে এ দুর্ঘটনা ঘটে। একই সঙ্গে সহকর্মী নূর ইসলাম আহত হয়েছেন।

নিহত জান্নাতুল ফেরদৌস মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মশিয়ার গাজীর মেয়ে। তিনি শার্শা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। আহত নূর ইসলাম ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামের মৃত ওজি উল্ল্যাহর ছেলে।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো সকালে মোটরসাইকেলযোগে সহকর্মী নূর ইসলামের সঙ্গে শার্শার উদ্দেশ্যে রওনা হন জান্নাতুল ফেরদৌস। পথিমধ্যে নাভারণ বাজারে পৌঁছালে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে জান্নাতুল ফেরদৌস সড়কের ওপরে পড়ে যান।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই নিহত হন জান্নাতুল। এ দুর্ঘটনায় নূর ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে নাভারণ হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহত নূর ইসলামকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মামুন হুসাইন জানান, পারিবারের স্বজনদের অনুরোধে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে।

ঊষার আলো-এসএ