UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

অবরোধ সমর্থনে জবির ফটকে ছাত্রদলের মিছিল

ঊষার আলো
নভেম্বর ৮, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বিএনপির ডাকা তৃতীয় দফার অবরোধের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটকে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল।

মিছিলে নেতৃত্ব দেন জবি শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি এবিএম মাহমুদ আলম সরদার ও বিএম মিলাদ উদ্দিন ভূঁইয়া; জবি শাখা সহসভাপতি জুলকার নাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মোছাব্বির মিল্লাত পাটোয়ারী, সুমন সর্দার, জাফর আহম্মেদ; প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, দপ্তর সম্পাদক সাখওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, আসিফ আল ইমরান, মেহেদী হাসান অর্ণব, সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন, সাংস্কৃতিক সম্পাদক মো. মেহেদী হাসান প্রমুখ।

এ সময় জবি শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, দেশনায়ক তারেক রহমানের ডাকা তৃতীয় ধাপের ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। অবৈধ ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি আর মিথ্যা মামলা হামলার কারণে সমগ্র দেশ বিপর্যস্ত এবং কারাগারে পরিণত হয়েছে। একদফা দাবি আদায়ের অবরোধ, গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র মেরামতের অবরোধ, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদের অবরোধ, নিরপরাধ রাজবন্দিদের মুক্ত করার অবরোধ সফল হবে ইনশাআল্লাহ।

ঊষার আলো-এসএ