UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে জেলখানা থেকে ছাড়া পেলেন রোজিনা

ঊষার আলো
মে ২৩, ২০২১ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : অবশেষে জেলখানা থেকে ছাড়া পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম। রোববার (২৩ মে) বিকেল ৪টায় কারাগার থেকে বের হয়ে এসেছেন তিনি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ তার জামিন মঞ্জুর করেছেন। ৫ হাজার টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তাকে এই জামিন আদেশ দেওয়া হয়েছে। জেলখানা থেকে মুক্তির পর রোজিনা ইসলাম জানান, সাংবাদিকতা চালিয়ে যাবো। বিপদের দিনে সাংবাদিকসহ যারা আমার পাশে ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।উল্লেখ্য, সচিবালয়ে অনুমতি ছাড়া করোনার ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে সাংবাদিক রোজিনা ইসলামকে ৫ ঘণ্টা আটকে রাখার পর শাহবাগ থানা পুলিশে সোপর্দ করেন স্বাস্থ্য মন্ত্রণালয়। গত সোমবার (১৭ মে) রাত সাড়ে ৮টায়  শাহবাগ থানা পুলিশের টিম সচিবালয় থেকে সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে যায়। রোজিনার বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব সিব্বির আহমেদ ওসমানী লিখিত অভিযোগ দায়ের করেন।  এরপর মঙ্গলবার (১৮ মে) দুপুরে রোজিনার রিমান্ড আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ জসিম।

(ঊষার আলো-আরএম)