UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অবসরে যাচ্ছে রোহিত-কোহলির জার্সি!

ঊষার আলো
জুলাই ৬, ২০২৪ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছে ভারত। কেটেছে ভারতের দীর্ঘ দিনের শিরোপা খরা। ১১ বছর পর কোনো আইসিসি ট্রফি জিতল ভারত, টি-টোয়েন্টিতে যা ১৭ বছর পর। ভারতের শিরোপা খরা কাটিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা ও তারকা ক্রিকেটার বিরাট কোহলি। দলের এই দুই ক্রিকেটারের অর্জনকে স্মরণীয় করে রাখতে এবার এই দুই ক্রিকেটারের জার্সিকেও অবসরে পাঠানোর দাবি উঠেছে। বিসিসিআইয়ের কাছে এমন দাবি করেছেন দেশটির সাবেক ক্রিকেটার সুরেশ রায়না।