UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অর্ধেক যাত্রী ও ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি গণপরিবহনে : বুধবার থেকে কার্যকর

koushikkln
মার্চ ৩০, ২০২১ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় গণপরিবহনে ৬০ ভাগ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (৩১ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
সোমবার (২৯ মার্চ) গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা জারি করে সরকার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে করোনা প্রতিরোধে মোট ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। সেখানে এ কথা বলা হয়।
সরকারের এ নির্দেশনার পর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ গণমাধ্যমকে বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের ওই সিদ্ধান্তের কথা তিনি জানতে পেরেছেন। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কথা হয়নি। অবশ্য সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বিগত বছরের নির্ধারিত ভাড়ার ৬০ শতাংশ ভাড়া বাড়বে।
মালিকদের ৬০ শতাংশ বাড়তি ভাড়া দাবির বিষয়টি রাতেই প্রস্তাব আকারে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠায় বিআরটিএ। সেই প্রস্তাবের ভিত্তিতেই গণপরিবহনের ভাড়া ৬০ ভাগ বাড়ানোর বিষয়টি জানালেন মন্ত্রী।
উল্লেখ্য, করোনার সংক্রমণ ঠেকাতে গত বছরও একই সিদ্ধান্ত নিয়েছিল সরকার।