UsharAlo logo
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অলিম্পিকে এসে বক্সিং কোচের মৃত্যু

usharalodesk
জুলাই ২৮, ২০২৪ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ প্যারিস অলিম্পিকের উদ্বোধন হয়েছে গতকাল। প্যারিসের সিন নদীতে জমকালো আয়োজনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে অলিম্পিক ২০২৪-কে। তবে সেই উদ্বোধন শেষ না হতেই এবার শোনা গেল দুঃসংবাদ।

অলিম্পিকে এসে মারা গেছেন সামোয়ার বক্সিং কোচ লিওনেল এলিকা ফাতুপাইতো। সামোয়ারের বক্সার আতো প্লডজিকির কোচ ছিলেন তিনি। যা এক বিবৃতিতে নিশ্চিত করেছে আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন।

ঘটনাটি ঘটেছে অলিম্পিকের উদ্বোধনের ঠিক আগে। সে সময় গেমস ভিলেজে অবস্থান করছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় তার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা যেতে পারেন তিনি।

বক্সিং কোচের মৃত্যুর বিষয়টি নিয়ে এক বিবৃতিতে আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন বলেছে, ‘বক্সিং কোচের মৃত্যুতে আমরা আইবিএ পরিবার সমবেদনা জানাচ্ছে। সামোয়ার জাতীয় বক্সিং কোচ লিওনেল এলিকা ফাতুপাইতোর পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতিও আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। খেলাধুলার প্রতি লিওনেলের অবদান উদাহরণ হয়ে থাকবে। তার অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

ঊষার আলো-এসএ