ঊষার আলো রিপোর্ট : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আজ ১৩ মে বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশের এ কঠিন সময়ে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই।
সমাজের সামর্থ্যবানদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনার বাড়ির আশেপাশে সকল অসহায় ও দুস্থ মানুষকে সাহায্য সহযোগিতা না করলে আপনাদের ঈদ হবে না।
করোনা পরিস্থিতিতে গ্রামে ঈদ করতে যাওয়ার সমযে় ফেরিতে ৬ জনের মৃত্যু ও শতাধিক মানুষ আহতের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করে তিনি বলেছেন, সড়ক- মহাসড়ক, নৌপথে জনগণের ভোগান্তি, হতাহত ও হযবরল অবস্থার জন্য মূলত সরকার দায়ী”।
(ঊষার আলো- এম.এইচ)