UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় ৫.৮ মাত্রার ভূমিকম্প

ঊষার আলো
সেপ্টেম্বর ২২, ২০২১ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অস্ট্রেলিয়ার মেলবোর্নে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আর এতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ বুধবার (২২ সেপ্টেম্বর) বিবিসি’র খবরে বলা হয়, স্থানীয় সময় ৯টা ১৫ মিনিটে ভিক্টোরিয়ান রাজ্যের রাজধানী থেকে দূরে ম্যানসফিল্ডে এই ভূমিকম্প হয়। কিন্তু নিউ সাউথ ওয়েলসেও কম্পন অনুভূত হয়।

এ ঘটনার পরই যুক্তরাষ্ট্রে অবস্থানরত দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘এটি খুব ভালো খবর যে, এ ভূমিকম্পে গুরুতর আহত হওয়ার কোনো খবর নেই। কিন্তু এটা খুবই উদ্বেগজনক হতে পারত।’

আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তরফ থেকে জানানো হয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। এ কম্পনের উৎসস্থল প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল।

ভূমিকম্পের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ্য হয়েছে মেলবোর্ন। সেখানকার চ্যাপেল স্ট্রিটের রাস্তাঘাট ভেঙে গিয়েছে। আশেপাশের বেশ কিছু বড় বড় বাড়ি ও শপিংমলের দেওয়ালে ফাটল দেখা দিয়েছে।

(ঊষার আলো-এফএসপি)