UsharAlo logo
বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ত্র মামলায় স্বাস্থ্যের গাড়িচালক মালেকের ৩০ বছরের জেল

usharalodesk
সেপ্টেম্বর ২০, ২০২১ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অস্ত্র মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদলের পৃথক দুটি ধারায় ১৫ বছর করে ৩০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
সোমবার (২০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত ৩য় মহানগর দায়রা জজ রবিউল আলম এ রায় ঘোষণা করেছেন। উভয় সাজা একসঙ্গে চলবে এবং সেই ক্ষেত্রে ১৫ বছর সাজা ভোগ করতে হবে মালেককে বলে রায়ে উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর তুরাগ এলাকা থেকে গাড়িচালক আবদুল মালেক ওরফে ড্রাইভার মালেককে আটক করে র‌্যাব-১। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, দেড় লাখ বাংলাদেশি জাল নোট, একটি ল্যাপটপ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় আব্দুল মালেকের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। গত ১১ জানুয়ারি অস্ত্র মামলায় আসামি মালেকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-১-এর উপপরিদর্শক মেহেদী হাসান চৌধুরী । গত ১৪ ফেব্রুয়ারি আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করেন।

 

(ঊষার আলো-আরএম)