UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএলে আসতে চলেছে বড় পরিবর্তন

usharalodesk
জুলাই ৬, ২০২১ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্ব। আর ফাইনাল হবে ১৫ অক্টোবর। কিন্তু বিসিসিআই এখনই পরবর্তী আইপিএলের রূপরেখাও প্রায় তৈরি করে ফেলেছে। শোনা যাচ্ছে যে, বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগ বদলে যাচ্ছে অনকেটাই। নিলামের বদল থেকে শুরু করে বেতন বৃদ্ধি এবং দলগঠনের প্রক্রিয়াকে প্রায় ছকে ফেলেছে বিসিসিআই।

আগে থেকেই জানা গিয়েছিল, আগামী বছর থেকে ৮ দলের বদলে ১০ দলের আইপিএল হবে ও হতে চলেছে তেমনই।

অন্যদিকে, চলতি বছরের শেষে এবার মেগা নিলামের এক আসর বসবে। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৪জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। তার মধ্যে হয় ৩জন ভারতীয় ক্রিকেটার নয় ২জন বিদেশি ক্রিকেটারকে রাখা যাবে। কোনও ফ্র্যাঞ্চাইজি চাইলে দুইজন ভারতীয় ও দুইজন বিদেশি ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। আরও জানা গেছে প্রতিটি দলের স্যালারি পার্স (বেতনের পরিমাণ) ৮৫ কোটি থেকে বৃদ্ধি করে ৯০ কোটি করতে চলেছে বিসিসিআই।

ফ্র্যাঞ্চাইজিগুলোকে বাধ্যতামূলকভাবে মোট টাকার অন্তত ৭৫ শতাংশ অর্থ খরচ করতেই হবে। আগামী ৩ বছরে এই বেতনের পরিমাণ আরও বেশি বাড়বে বলেই মনে করা হচ্ছে।

(ঊষার আলো-এফএসপি)