UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আইসিসির হয়ে পাকিস্তানের সঙ্গে ‘লড়বেন’ জয় শাহ

usharalodesk
ডিসেম্বর ১, ২০২৪ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : এতদিন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের হয়ে পাকিস্তানের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে দরকষাকষি করেছেন জয় শাহ। তবে রোববার (১ ডিসেম্বর) থেকে তার পরিচয় বদলে যাচ্ছে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করছেন তিনি।

এই যখন অবস্থা, ঠিক সে সময়ই আইসিসির শীর্ষ কর্তার দায়িত্ব এলেন বিসিসিআইয়ের সবচেয়ে ‘বিতর্কিত’ চরিত্র জয় শাহ। ভারতের ক্ষমতাসীন বিজেপি’র অন্যতম শীর্ষ নেতা অমিত শাহর ছেলে জয় শাহ ক্রিকেটে সাংগঠনিক পর্যায়ে দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন।

এবার আইসিসির শীর্ষ কর্তা হিসেবে তার পথচলা শুরু হলো তার। এখন চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে চলমান সংকট নিরসনে কী ভূমিকা রাখেন তিনি, সেটা দেখতেই অধীর আগ্রহে অপেক্ষা সংশ্লিষ্টদের।

চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে আইসিসির সবশেষ বৈঠক ব্যর্থ হয়েছে। ভারত এবং পাকিস্তান নিজ নিজ অবস্থানে অটল থাকায় ১৫ মিনিটেই সে ভার্চুয়াল বৈঠকের ‘সংযোগ বিচ্ছিন্ন’ হয়। পরদিন ফের বৈঠকের কথা থাকলেও তা কিছুটা পিছিয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই ইস্যুতে আইসিসি পরবর্তী বৈঠক করবে বলে জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান।

ঊষার আলো-এসএ