UsharAlo logo
রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আখাউড়ায় সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ!

usharalodesk
এপ্রিল ১০, ২০২১ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাড়ে ৩ বছরের ১ শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটি ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি উপজেলার ধরখার ইউনিয়নের চাঁনপুর গ্রামে ঘটেছে।
শিশুটির বাবা জানিয়েছে, ০৯ এপ্রিল শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়তে যায় বাড়ির লোকজন। এ সময়ে শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল ও তার মা ঘরের কাজ করছিল। এই সুযোগে পার্শবর্তী নোয়াগাঁও গ্রামের আরু মিয়ার ছেলে ইউনুছ মিয়া শিশুটিকে পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে সে পালিয়ে যায়।
খবর পেয়ে ধরখার ফাঁড়ির পুলিশ শিশুটিকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি করেছে।

(ঊষার আলো- এম.এইচ)