UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নির্বাচনে নৌকায় ভোটের ওয়াদা নিলেন প্রধানমন্ত্রী

koushikkln
নভেম্বর ২৪, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : যশোরবাসীর কাছে আগামী নির্বাচনে নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ‘বিগত দিনেও দেশের উন্নয়ন করেছি, আপনারা সুযোগ দিলে আগামী দিনেও উন্নয়ন করব। কাজেই ওয়াদা দেন, আবারও নৌকায় ভোট দেবেন।’

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে যশোরের আলহাজ শামস-উল-হুদা স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্যকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করবেন কি না, জানতে চাইলে উপস্থিত হাজার হাজার জনতা হাত নেড়ে আওয়ামী লীগকে ভোট দেওয়ার ওয়াদা করেন।

যশোর শহরের শামস-উল-হুদা স্টেডিয়াম সংস্কার করা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এ জন্য যা যা দরকার আমাদের সরকার কাজ করবে। আমি আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। একই সঙ্গে আপনাদের কাছে ওয়াদা চাই, আপনারা আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেন। আপনারা যা চাইবেন, আমি তার চেয়ে বেশি দেব। ’
দেশের রিজার্ভের কোনো সমস্যা নেই এবং সব ব্যাংকে পর্যাপ্ত টাকা আছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামনের দিনে কোনো সমস্যা হবে না বলেও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকে এখন রিজার্ভ নিয়ে নানা সমালোচনা করছে। অথচ আমাদের সরকার রিজার্ভ রেকর্ড পরিমাণ বাড়িয়েছে।

অন্য কোন সরকার রিজার্ভ বাড়াতে পারেনি। পর্যাপ্ত রিজার্ভ হাতে রেখেই সব কাজ করছি আমরা। ’