UsharAlo logo
বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আজও মার্কেট খুলতে দেওয়ার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যবসায়ীদের বিক্ষোভ

ঊষার আলো
এপ্রিল ৬, ২০২১ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : করোনার নিষেধাজ্ঞার মধ্যেও মার্কেট খুলতে দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় আজও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা।
আজ ৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় হাজী আসহান উল্লাহ সুপার মার্কেটের সামনে ১৫ মিনিটের জন্য সড়ক অবরোধ করে ২ শতাধিক ব্যবসায়ী বিক্ষোভ ও মানববন্ধন করে।
বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বলেছেন, গত বছরের লকডাউনে তাঁরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। একারণে এবারের করোনা নিষেধাজ্ঞা তাঁরা মানতে পারছে না। প্রধানমন্ত্রীর কাছে তাঁদের আবেদন স্বাস্থ্যবিধি মেনে যেন দোকান খুলে দেওয়া হয়। তাদের দাবি না মানলে সামনে কঠোর আন্দোলনে যাবে বলেও জানিয়েছে তাঁরা।
মানববন্ধন ও বিক্ষোভ শেষে ব্যবসায়ীরা নিজ দায়িত্বে রাস্তা থেকে সরে যান।
এর আগে করোনা নিষেধাজ্ঞার প্রথম দিন গতকাল ৫ এপ্রিল সোমবারও মার্কেট খোলার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করে ব্যবসায়ীরা।

(ঊষার আলো- এম.এইচ)