UsharAlo logo
বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আজ আইপিএলের উদ্বোধনী ম্যাচে লড়বে মুম্বাই-ব্যাঙ্গালোর

usharalodesk
এপ্রিল ৯, ২০২১ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : আজ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। উদ্বোধনী ম্যাচে লড়বেন বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
করোনার জন্য গত বছর আইপিএল আরব আমিরাতে হলেও এবার ভারতেই অনুষ্ঠিত হচ্ছে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। গত আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটার ছিল না। ত্রয়োদশ আসর নিয়ে তাই দেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহে কিছুটা ভাটা পড়েছিল। তবে এবারের আসরে খেলছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
সাকিব খেলছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তাদের মিশন শুরু ১১ এপ্রিল। আর মুস্তাফিজুর রহমানের রাজস্থান মাঠে নামবে ১২ এপ্রিল।

(ঊষার আলো- এম.এইচ)