UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আজ ভারতের বিপক্ষে কি পারবেন সাকিব

ঊষার আলো
জুন ২২, ২০২৪ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : ক্রিকেটের কতশত মালইফলকই তো নিজের করেছেন সাকিব আল হাসান। দেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সেই সাকিব এবারের বিশ্বকাপ খেলতে নেমেও গড়েছেন সবচেয়ে বেশি টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে খেলার রেকর্ড। এবার তিনি আছেন আরও এক রেকর্ডের দ্বারপ্রান্তে। যা হয়তো আজই ভারতের বিপক্ষে ম্যাচে ছুঁয়ে ফেলতে পারেন সাকিব।

সাকিবের সামনে অবশ্য সেই সুযোগটা আছে আজ। ভারতের বিপক্ষে সাকিবের পারফরম্যান্সটাও মন্দ নয়। তাই সাকিবকে বোলিংয়ে আনারই কথা শান্তর। আর বল হাতে যদি অধিনায়কের সেই প্রতিদান দেন সাকিব। উইকেটের দেখা পেয়ে যান তাহলেই উইকেটের ফিফটি হাঁকানো হয়ে যাবে তার। যেই রেকর্ড নেই আর কারো।

সাকিব কি পারবেন এই বিরল রেকর্ড নিজের করতে। অবশ্য আজ না পারলেও আরও একটি ম্যাচ হাতে থাকতে সাকিবের। আফগানদের বিপক্ষেও সুযোগ পাবেন সাকিব। তবে সাকিব ভক্তদের চাওয়া আজই ভারতের বিপক্ষে কীর্তি ছুঁয়ে দলকে জেতাতে বড় অবদানটা রাখুক সাকিব। স্মরণীয় করে রাখুক বিশ্বকাপটা। কে জানে আর কখনো বিশ্বকাপ খেলার সুযোগ পান কিনা তিনি।

ঊষার আলো-এসএ