UsharAlo logo
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আত্মসমর্পণ করতে আদালতে তারেক রহমানের খালাতো ভাই

ঊষার আলো রিপোর্ট
এপ্রিল ২৯, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

দুদকের দুই মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন।

মঙ্গলবার ঢাকার পৃথক দুটি বিশেষ জজ আদালতে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ আবেদন করেন। তার আইনজীবী শেখ সাকিল আহমেদ রিপন এ তথ্য জানিয়েছেন।

আলোচিত ২০০৭ সালের ওয়ান ইলেভেনের সময়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য তুহিন ছিলেন সর্ব মহলে পরিচিত ও জনপ্রিয় মুখ। এলাকার উন্নয়নে তিনি ব্যাপক ভুমিকা রেখেছেন।

তৎকালীন সেনা শাসনামলে মাতৃভূমি ত্যাগ করে বিদেশে যেতে বাধ্য হন তিনি। চলে যেতে হয় আমেরিকায়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে ফেরার অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে দেশে ফিরতে পারেননি সাবেক এই সংসদ সদস্য। মিথ্যা মামলায় তাকে দণ্ডিত করে আওয়ামী সরকার।

অবশেষে দীর্ঘদিনের প্রত্যাশার ইতি ঘটিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এসেছেন তিনি।

৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হলে বিএনপির অনেক নেতা দেশে আসতে শুরু করেন। তারেই ধারাবাহিকতায় ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন দেড়যুগ পর ২২ এপ্রিল মঙ্গলবার দেশের মাটিতে পা রাখেন।

ঊষার আলো-এসএ