ঊষার আলো ডেস্ক : ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ নিখোঁজ ৪ জনকে খুঁজে পেতে কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (১৭ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।
তিনি জানান, আদনানসহ চারজন ব্যক্তি নিখোঁজ হওয়ার বিষয়টি আমরা জেনেছি। এই বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে রংপুরে। তারা তাদের কাজ করছেন সাথে আমরাও করছি। রংপুর মেট্রোপলিটন পুলিশকে (আরএমপি) আমরা সাহায্যে করবো। সাথে এ বিষয়ে অন্যান্য সংস্থার সাথেও আমাদের কথা হয়েছে।
উল্লেখ্য, রংপুর থেকে ফেরার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে গত ১০ জুন ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন বলে তার পরিবার দাবি করেছেন। ইতোমধ্যেই স্বামীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেন আদনানের স্ত্রী। এছাড়া আদনানের সন্ধানের দাবিতে টাঙ্গাইল ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
(ঊষার আলো-এফএসপি)