UsharAlo logo
শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ, বাদিকে হুমকি

ফুলবাড়ীগেট প্রতিনিধি
ডিসেম্বর ২৩, ২০২৩ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নগরীর আড়ংঘাটা থানার যোগিপোল ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আদালতের নির্দেশ অমান্য করে সরদার লিয়াকত হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে স্থাপনা করার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়ে আসলেও পুলিশ যাওয়ার পরে পুনরায় কাজ শুরু করে সরদার লিয়াকত হোসেন।

আড়ংঘটার সরদার পাড়ার এস এম হাবিবুর রহমান একই এলাকার সরদার লিয়াকত হোসেন সহ ২ জনের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আদালতে মামলা করেন যার নং ৭৭৮/২৩ ইং । আদালত উক্ত জমিতে স্থিতিবস্থা বজায় রাখার জন্য আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।

মামলার বাদী এস এম হাবিবুর রহমান বলেন আদালতের নির্দেশ অমান্য করে সরদার লিয়াকত হোসেন উক্ত জমিতে স্থাপনা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। কাজ হলে থানায় খবর দেওয়া হয় তখন পুলিশ আসে কাজ বন্ধ করে দেয় কিন্তু পুলিশ চলে গেলে তারা আবার কাজ শুরু করে এমনকি বিবাদীর আমাকে বিভিন্ন ভয়ভীতি ও থানা পুলিম করতে নিষেধ ও মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষরা আমাদের মালিকানাধীন জায়গায় অনধিকার প্রবেশ করে পাকা স্থাপনা নির্মাণ করছে।

এ ঘটনায় তিনি প্রশাসনের উর্দ্ধতন মহলের সুদৃষ্টি কামনা করেন।এ বিষয়ে জানতে চাইলে আড়ংঘাটা থানার ওসি হাসান আল মামুন বলেন আদালতের নির্দেশ অমান্য করার কোন সুযোগ নেই । যদি এরকম হয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।