UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আদালত অবমাননা : দ. আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জুমা’র আত্মসমর্পণ

ঊষার আলো
জুলাই ৮, ২০২১ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা(৭৯) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। বুধবার (৭ জুলাই) গভীর রাতে কোয়াজুলু-নাটাল প্রদেশে নিজের বাড়ির কাছে জলেহাজতে তাকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। দুর্নীতির তদন্তে অংশ নিতে ব্যর্থ হওয়ার ফলে গত সপ্তাহে জ্যাকব জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। বুধবার রাত ১০টা পর্যন্ত জুমাকে আত্মসমর্পণ করতে সময় বেঁধে দেওয়া হয়েছিল।

তার ফাউন্ডেশন পক্ষ থেকে সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, জুমা আদালতের আদেশ মেনে চলার সিদ্ধান্ত নিয়েছেন। তবে রোববার পর্যন্ত তিনি নিজেকে নির্দোষ দাবি করে আত্মসমর্পণে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। জুমা জানান, ‘এই মহামারিকালে আমার মতো বয়স্ক ব্যক্তিকে কারাবাসে পাঠানো মৃত্যুদণ্ডে দণ্ডিত করার সমান।

উল্লেক্ষ্য, জ্যাকব জুমা তার নয় বছরের ক্ষমতায় থাকাকালীন তার বিরুদ্ধে আনীত দুর্নীতির তদন্তের প্রমাণ দেওয়ার নির্দেশনা অমান্য করায় এ বছরের ২৯ জুন তাকে ১৫ মাসের কারাদণ্ড দেন দেশটির আদালত।

(ঊষার আলো-আরএম)