UsharAlo logo
শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আধিপত্য বিস্তার নিয়ে মোংলায় হিজড়াদের মধ্যে সংঘর্ষ, আহত ২

koushikkln
মার্চ ৩০, ২০২১ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা : আধিপত্য বিস্তার নিয়ে মোংলায় দু’গ্রুপে হিজড়াদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে শিলা (২২) ও শিখা (৫৫) গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৯ মার্চ) রাতে মামার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আহত হিজড়া শিলা ও শিখা অভিযোগ করে মঙ্গলবার (৩০ মার্চ) সাংবাদিকদের বলেন, মোংলা, রামপাল ও খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন এলাকায় দুটি গ্রæপে ভাগ হয়ে কালেকশনসহ তাদের সামাজিক কর্মকান্ড করবেন। এই মর্মে শিখা ও শিলা এবং প্রেমা ও হাসি হিজড়া  নিজেদের মধ্যে তিন’শ টাকার ষ্ট্যাম্পে চুক্তি করেন।
কিন্তু কিছুদিন না যেতেই সেই চুক্তি না মেনে প্রেমা হিজড়া শিলা ও শিখার এলাকায় ঢুকে কালেকশন শুরু করলে তারা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে তাদের ওপর হামলা করে প্রেমাসহ তাদের দলের অন্যরা। এতে শিলা ও শিখা মারাত্মক ভাবে  আহত হন। তাই এ ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানান শিখা।
এদিকে প্রেমা হিজড়া দাবি করেন, আমি কাউকে মারিনি-শিখা ও শিলা তাদের মারধর করেছে।