UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আনসার আল ইসলামের চার সদস্য আটক

ঊষার আলো
আগস্ট ১১, ২০২১ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের ৪ সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।

আজ (১১ আগস্ট) দুপুরে অ্যান্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারন উইংয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়াহিদা পারভীন এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ ভোরে অভিযান চালিয়ে আনসার আল ইসলামের ৪ সদস্যকে আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

আজ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বারিধারায় অ্যান্টি টেররিজম ইউনিটের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

(ঊষার আলো-আরএম)