UsharAlo logo
শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আপনার সন্তান যেনো জামায়াত-হেফাজতের ফাঁদে না পড়ে, এলাকায় মাইকিং

usharalodesk
এপ্রিল ৯, ২০২১ ৮:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় স্বাধীনতাবিরোধী ও মৌলবাদী চক্রকে আর মাঠে নামতে দেওয়া যাবে না বলে ঘোষণা দিয়েছে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম। এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল শোভাযাত্রা এবং একাধিক পথসভা করেছেন তিনি।
শোভাযাত্রায় মাইকিং করে চকরিয়া ও পেকুয়াবাসীর প্রতি আহ্বান জানিয়ে এমপি বলেছেন, ‘কোন পরিবারের স্কুল, কলেজ বা মাদরাসায় পড়ুয়া সন্তান যেনো ইসলামের লেবাসধারী বিএনপি-জামায়াত বা হেফাজতসহ মৌলবাদী চক্রের ফাঁদে পা না দেয়। কোন সন্তান যাতে ইসলাম রক্ষার নামে কোনো ধরণের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে।’
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে চকরিয়া পৌরশহরের ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার’-এর সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। এ সময়ে আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম বলেছেন, ‘আমার নির্বাচনী এলাকা চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় স্বাধীনতাবিরোধী বিএনপি, জামায়াত ও হেফাজতচক্রের কোনো স্থান নেই। জনগণের জানমাল, সরকারি সম্পদ, মানুষের বাড়িঘরে আগুন-সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর কোনো অপচেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে মাঠে আছি। এরপরও কোনো অপশক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলে তার পরিণতি হবে অতীতের চেয়ে আরও ভয়াবহ।’
তিনি বলেন, স্বাস্থবিধি মেনে মোটরসাইকেল শোভাযাত্রা এবং একাধিক পথসভা করা হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৩৯ কিলোমিটার সড়কে এ প্রচারণা চালানো হয়েছে। ২ উপজেলার ২৫টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদককে সবার বাড়ি বাড়ি এ বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)