UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আফগানিস্তানে অভিযান চালানো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত: ট্রাম্প

usharalodesk
আগস্ট ১৮, ২০২১ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আফগানিস্তানের সম্পূর্ণ দখল নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান। এমন অবস্থায় ২০ বছর পরে এসে দেশটিতে সামরিক অভিযান চালানোকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল মঙ্গলবার ১৭ আগস্ট ফক্স নিউজের শন হ্যানিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন।

বুধবার সংবাদমাধ্যমটি এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

ট্রাম্প জানান, আফগানিস্তানে যাওয়ার সিদ্ধান্ত ছিল আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় ভুল। মধ্যপ্রাচ্যে আমেরিকার আটকে যাওয়াটাকে চোরাবালিতে পড়ার মতোই বলে মন্তব্য করেন ট্রাম্প।

এর আগেও তিনি আফগানিস্তানে তালেবানের উত্থানের জন্য জো বাইডেনের সিদ্ধান্তকে দায়ী করেন। এজন্য বাইডেনের পদত্যাগও দাবি করেন ট্রাম্প।

(ঊষার আলো-এফএসপি)