UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে তারাবি নামাজের সময় একই পরিবারের ৮ জনকে হত্যা!

ঊষার আলো
এপ্রিল ১৯, ২০২১ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আফগানিস্তানে তারাবির নামাজ চলাকালীন সময় মসজিদে গুলি চালিয়ে একই পরিবারের ৮ ব্যক্তিকে হত্যা করেছে বন্দুকধারীরা। গত শনিবার (১৭ এপ্রিল) দেশটির পূর্ব নানঘর প্রদেশে এই ঘটনাটি ঘটে।

জানা যায়, আফগানিস্তানে জালালাবাদের সেই এলাকায় জমি সংক্রান্ত এক বিরোধের জেরে তাদের হত্যা করা হয়। ৮জনের মধ্যে ৫জন একই মায়ের সন্তান ও বাকি ৩জন তাদের চাচাতো ভাই। আফগান পুলিশ সূত্র জানায়, তারাবির সময় মসজিদের মধ্যে ঢুকে গুলি চালানো হয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে বোঝা যাচ্ছে এটি একটি টার্গেটেড হামলা। এই ব্যাপারে আইনানুগ সকল ব্যবস্থা নেওয়া হবে।

(ঊষার আলো-এফএসপি)