UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানে সেনাবাহিনী পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চায় পাকিস্তান

ঊষার আলো
সেপ্টেম্বর ১, ২০২১ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আফগানিস্তানে সেনাবাহিনী পুনর্গঠনে তালেবানকে সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান।

দ্রুততম সময়ের মধ্যে তালেবানের আফগানিস্তান দখল এবং মার্কিন বাহিনী প্রত্যাহারের পর দেশটিতে নিরাপত্তা সংকট দেখা দিয়েছে। এমতাবস্থায় সেখানে সেনাবাহিনী পুনর্গঠন জরুরি বলে মনে করছে পাকিস্তান।

পাকিস্তান সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জনান, “আগামী দুই-তিন মাস খুবই সংকটপূর্ণ। এমতাবস্থায় আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে হামলা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।”

তিনি আরও বলেন, “আফগানিস্তানে নিরাপত্তা নিশ্চিত করতে ও সেনাবাহিনী পুনর্গঠনে তালেবানকে সহায়তা করার জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।”

(ঊষার আলো-এফএসপি)