UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আফগান ঠেকাতে ইরান সীমান্তে দেয়াল দিচ্ছে তুরস্ক

ঊষার আলো
আগস্ট ১৭, ২০২১ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আফগানিস্তান থেকে শরণার্থীদের স্রোত ঠেকাতে ইরানের সাথে সীমান্ত দেয়াল তুলতে শুরু করেছে তুরস্ক।

শুরু হয়েছে ৫ কিলোমিটার লম্বা একটি দেয়াল নির্মাণের কাজ। ইরান সীমান্ত জুড়ে ২৯৫ কিলোমিটার দেয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে তুরস্কের।

এদিকে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরাস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান তারা যেন আফগান জনগণকে পরিত্যাগ না করে। এক টুইট বার্তায় তিনি আহ্বান জানান, দেশগুলো যেন আফগান শরণার্থী গ্রহণে ইচ্ছুক থাকে ও কোনো আফগানকে ফেরত পাঠানো থেকে বিরত থাকে।

(ঊষার আলো-আরএম)