UsharAlo logo
শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আবারও ড্র আর্জেন্টিনার

ঊষার আলো
জুন ৯, ২০২১ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আবারও ড্র করল আর্জেন্টিনা, বিশ্বকাপ বাছাইপর্বের কোনো ম্যাচই জিততে পারল না তারা। প্রথমে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর এবার কলম্বিয়ার বিপক্ষেও ড্র হয়েছে। লিওনেল স্কালোনির দল।

আজ বুধবার (৯ জুন) ভোরে কলম্বিয়ার মাঠে খেলতে নেমে লিওনেল মেসিদের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে তৃতীয় মিনিটেই এগিয়ে যায় মেসিরা। রদ্রিগো দে পলের দারুণ ফ্রি কিকে লাফিয়ে এক হেডে দলকে এগিয়ে নেন রোমেরো। তার মাত্র ৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পারেদেস।

তবে বিরতি থেকে ফিরে ৫১ মিনিটে গোল হজম করে আর্জেন্টিনা। পেনাল্টি পেয়ে সফল স্পট কিকে গোল করেন লুইস মুরিয়েল। কিন্তু তবুও জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ম্যাচের একদম শেষ মিনিটে বোরহার গোলে ২-২ সমতায় আসে কলাম্বিয়া।

লাতিন আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের অষ্টম রাউন্ডের খেলা শেষে ৬ ম্যাচে ৩টি করে জয়-পরাজয়ে আর্জেন্টিনার মোট সংগ্রহ ১২ পয়েন্ট। অপরদিকে সমান ম্যাচে সবকয়টি জিতে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

(ঊষার আলো-এফএসপি)