UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আবারও ৫ দিনের রিমান্ডে মামুনুল হক

ঊষার আলো
মে ৪, ২০২১ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চলতি বছরের ২৬ মার্চ বায়তুল মোকারমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার পৃথক ২টি নাশকতার মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ ৪ মে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ রিমান্ড মঞ্জুর করে।
এদিন আসামি মামুনুল হককে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর চলতি বছরের মার্চে বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা পৃথক ২টি মামলায় তাকে মোট ১৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা। এসময়ে আসামি পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পল্টন থানার ২ মামলায় মোট ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
এর আগে গত ২৬ এপ্রিল মতিঝিল ও পল্টন থানার নাশকতার ২ মামলায় মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তারও আগে ১৯ এপ্রিল মোহাম্মদপুর থানায় হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর জখম, চুরি মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

(ঊষার আলো- এম. এইচ)