UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আমরা বড়লোক, লিগ খেলতে গরিব দেশে যাওয়ার দরকার নেই’

usharalodesk
এপ্রিল ২৫, ২০২৪ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক :ভারতীয় কোনো ক্রিকেটার অন্য কোনো দেশের ফ্র্যাঞ্চাইজি লীগ খেলতে যান না। কী কারণে বিবিএল, বিপিএল, সিপিএলের মতো লিগে ভারতের ক্রিকেটাররা খেলেন না সেটি জানার কৌতূহল অনেকের।

এবার ক্রিকেটভক্তদের সেই কৌতূহলী প্রশ্নের ‘অদ্ভুত’ উত্তর দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ।

এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট শেবাগের কাছে জানতে চান ভারতীয় ক্রিকেটাররা কেনো অন্য দেশের লিগের খেলে না।

জবাবে শেবাগ বলেন, আমাদের প্রয়োজন নেই। আমরা বড় লোক। অন্যান্য লিগ খেলতে আমাদের গরিব দেশে যাওয়ার দরকার নেই।’

শেবাগ জানিয়েছেন, বিদেশে এক মাস থেকে ক্রিকেট লিগ খেলতে যদি অন্তত ১০ লাখ ডলার দেওয়া হতো তাহলে তিনি রাজি হতেন।

তিনি বলেন, অন্য দেশে এক মাস থেকে বিগ ব্যাশ বা দ্য হান্ড্রেড খেলতেই পারি। তার জন্য আমাকে মাত্র ১ বা ২ লাখ ডলার দেবে, এটা হতে পারে না। এত কম টাকায় খেলতে যাওয়ার প্রশ্নই নেই। বিগ ব্যাশ থেকে ১ লাখ ডলারের প্রস্তাব নাকচ করে দিয়েছেন বলেও জানান।

ঊষার আলো-এসএ