UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমিরাতে ঈদ আগামীকাল

ঊষার আলো
মে ১২, ২০২১ ৯:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আগামীকাল বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। বৈশ্বিক মহামারী করোনায় স্বাস্থ্যবিধি মেনে আমিরাতজুড়ে মসজিদ ও ঈদগাহসমূহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আমিরাত জুড়ে ঈদের নামাজ সকাল ৫টা ৪৮মিনিট থেকে ৬টার মধ্যে অনুষ্ঠিত হবে। নামাজ শুরুর ৩০ মিনিট আগে মসজিদ ও ঈদগাহ গুলো খোলা হবে এবং নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ করা হবে।
বরবারের মত প্রত্যেক মুসল্লীকেঘর থেকে অযু করে আসতে হবে। এছাড়াও মুসল্লীদের মাস্ক পড়তে হবে এবং নামাজের জন্য নিজ নিজ জায়নামাজ সঙ্গে নিয়ে আসতে হবে।
১০ মে সোমবার একটি ঘোষণায় জানানো হয়, মসজিদ খোলা থেকে শুরু করে মাত্র জামাত ও খুতবা ১৫ মিনিটের মধ্যেই সমাপ্ত করতে হবে। ১২ বছরের নিচে ও ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের ঘরে বসে নামাজ আদায়ের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, ঈদ উপলক্ষে আমিরাতে পাবলিক সেক্টরে ৫ দিন (১১-১৫ মে) এবং প্রাইভেট সেক্টরে ৪ দিন ছুটি (১১-১৪ মে) ঘোষণা করা হয়েছে। ছুটিতে আবুধাবী, দুবাই এবং শারজাহের পে পার্কিংগুলো ফ্রি করা হয়েছে।

(ঊষার আলো- এম. এইচ)