UsharAlo logo
বুধবার, ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘আমি লুবাবা— আমার মতো করেই চলব’

বিনোদন ডেস্ক
মে ১৫, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

সময়ের আলোচিত কিশোরী শিল্পী সিমরিন লুবাবা গান, মডেলিং ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে মাত্র অল্প কয়েক দিনের মধ্যেই দর্শক-হৃদয়ে স্থান করে নিয়েছে। গান-মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও মনোনিবেশ করেছে। এমনকি সিনেমাতেও অভিনয় করেছে এই কিশোরী। যদিও এখন তাকে আর সেভাবে দেখা না গেলেও লুবাবা আছে ধর্মের পথে, আছে নেটিজেনদের আলোচনায়। ধর্মীয় নিয়ম অনুসারেই মিডিয়ায় থেকে কাজ করে যাবে বলে জানায় অভিনেত্রী।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা প্রয়াত আবদুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। নিজের বিষয়ে অনুরাগীদের সব কিছুই জানাতে পছন্দ করে সে। তবে প্রায়ই বিভিন্ন পোস্টের কারণে কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। এই শিশুশিল্পীকে ঘিরে সমালোচনা করে নেটিজেনরা। এবার সেসব সমালোচকদের জবাব দিল লুবাবা।

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছে লুবাবা। সেখানে সে তার নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে—আমি লুবাবা, আমি আমার মতো করেই চলব।

সে লিখেছে— রিলস আর টিকটকের মধ্যে ডিফারেন্স আপনারাই বলুন? আমি যেখানে একদম চুপচাপ, সেখানে আমাকে নিয়ে বারবার খোঁচা মেরে কথা, অকথ্য ভাষায় যা তা বলা। কিন্তু কেন? ইসলামিক পথচলায় এত বাধা কেন বলেও নেটিজেনদের প্রশ্ন রেখেছে অভিনেত্রী।

লুবাবা বলেছে, আপনি টিকটক করলে আমি বলতে পারব না? আর আমি একবারও বলিনি টিকটক খারাপ। ডিপেন্ড করে আপনার প্রেজেন্টেশন। আমি রিলস করে নাচগান কখনই করি না। আমি কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করি। তাই আমি ফুড-ইসলামিক রিলেটেড কন্টেন্ট বানাই।

অভিনেত্রী আরও বলেছে, আমি বারবার বলি— আমাকে দিয়ে আপনারা খারাপ কোনো শিক্ষা পাবেন না। আর আমাকে এই মানুষগুলো যত ছোট করেই কথা বলুক না কেন, আমি লুবাবা— আমি আমার মতো করেই চলব। যেভাবে নিজেকে পরিবর্তন করে চলছি।

লুবাবা বলেন, এটাই তাদের জন্য আমার লাস্ট মেসেজ। হেদায়েত করুক আল্লাহ আপনাদের। খুব শিগগির আপনি আপনার ভুল বুঝে আল্লাহর পথে আসবেন। আমিন।

ঊষার আলো-এসএ