UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আম পাড়তে গিয়ে কোমড় ভেঙে গুরুতর আহত রাবি ছাত্র

pial
জুন ৩, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : ক্যাম্পাসে গাছের আম পাড়তে গিয়ে কোমড় ভেঙে গুরুতর আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। শুক্রবার (৩ জুন) সকাল ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটের সামনের গাছ থেকে পড়ে আহত হন তিনি।

আহত সুভাষ চন্দ্র রাজশাহী মেডিকেল হাসপাতালের ৩১ নং ওয়ার্ড এ চিকিৎসারত অবস্থায় রয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ইলেক্ট্রিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, গাছ থেকে পড়ে গিয়ে শিক্ষার্থী আহত হওয়ার খবরটি পেয়েছি। কিন্তু কিভাবে এ ঘটনা ঘটলো তা এখনো সঠিক ভাবে জানতে পারিনি। তবে আমরা সার্বিক বিষয়ে খোঁজখবর নিচ্ছি।

এর আগে, গত ২৯ মে রাতে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের গাছের আম পাড়ার সময় পড়ে গিয়ে নাকে চোট পেয়ে আহত হন ফারুক হোসেন নামের এক শিক্ষার্থী।

জানা যায়, এবছর শিক্ষার্থীদের আম ও লিচু খাওয়ার সুবিধার্থে ক্যাম্পাসের কোন গাছ লিজ দেননি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাছাড়া প্রতিবছর এসব গাছ লিজের আওতাভুক্ত থাকে।

(ঊষার আলো-এসএইস)