UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আরও এক হাজার কর্মী ছাটাই করেছে মাইক্রোসফট

pial
অক্টোবর ২০, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চলতি বছর তৃতীয় বারের মতো এক হাজার কর্মী ছাটাই করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট।

গত জুলাইয়ে কোম্পানি ঢেলে সাজানোর ঘোষণা দিয়ে এক লাখ ৮০ হাজার কর্মীর মধ্যে ১ শতাংশ কর্মীকে ছাঁটাই করে। এতে চাকরি যায় এক হাজার ৮০০ কর্মীর।

জুলাইয়ের পর আগস্টেও মাইক্রোসফট তাদের গ্রাহককেন্দ্রিক গবেষণা ও উন্নয়ন প্রকল্প থেকে আরো ২০০ কর্মীকে ছাঁটাই করে।
এক বিবৃতিতে বলেছে, ‘আজকে আমরা অল্পসংখ্যক কর্মী ছাঁটাই করছি। আর অন্য প্রতিষ্ঠানগুলোর মতো আমরাও আমাদের ব্যবসার অগ্রাধিকারগুলো নিয়মিত মূল্যায়ন করি। এবং সেই মূল্যায়ন অনুযায়ী প্রতিষ্ঠানের কাঠামোগত সমন্বয় করি।’

সূত্র: ইনভেস্টরসকিং

(ঊষার আলো-এফএসপি)