UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আরও ৫ সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত, রোববার গেজেট: রিজওয়ানা হাসান

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৪ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নতুন করে আরও পাঁচটি সংস্কার কমিশন গঠন করতে যাচ্ছে সরকার। সেগুলো হচ্ছে স্থানীয় সরকার, গণমাধ্যম, নারী, স্বাস্থ্য ও শ্রম সংক্রান্ত সংস্কার কমিশন।

এ কথা জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী রোববারের মধ্যেই গেজেট প্রকাশিত হবে।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এসব কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ তিনটা। জুলাই গণহত্যার বিচার, বিভিন্ন খাতের সংস্কার এবং শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন। সেই পথে হাঁটছে এখন অন্তর্বর্তী সরকার।

রিজওয়ানা হাসান আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেশের মানুষকে উপহার দেবে অন্তর্বর্তী সরকার। সেই কাজের ধারাবাহিকতায় নির্বাচন কমিশন পুনর্গঠনের সার্চ কমিটি গঠন করা হয়েছে।

তবে এই নির্বাচনে কোন রাজনৈতিক দল অংশ নেবে কি নেবে না, তা অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের বিষয় নয়। সেটা রাজনৈতিক সিদ্ধান্ত।

উপদেষ্টা আরও বলেন, বিভিন্ন প্রকল্পে যেন অতিরিক্ত টাকা ধরা না হয়, নির্ধারিত সময়ে প্রকল্প শেষ হয় সেজন্য মনিটরিং নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে আইএমইডিকে (বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ)।