UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় সড়কের পাশ থেকে পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার

ঊষার আলো
আগস্ট ২, ২০২২ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সাভারের আশুলিয়ায় একটি সড়কের পাশ থেকে মান্নাফ (২৭) নামে এক ছুরিকাহত পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০২ আগস্ট) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল সংলগ্ন গণবিশ্ববিদ্যালয় সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মান্নাফ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার বাঁশকোড় গ্রামের মোক্তার মোল্লার ছেলে। তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নলাম এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, মান্নাফ গতকাল তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে আশুলিয়া আসেন। আজ ভোরে পথচারীদের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মান্নাফের রক্তাক্ত দেহ উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মন্ডল বলেন, নিহতের হাঁটুর ওপরে ও কোমরের নিচে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। এছাড়া বুকে সামান্য আঘাতের চিহ্নও রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গ হত্যাকারীদের শনাক্তের কাজ চলমান রয়েছে।

ঊষার আলো-এসএ