UsharAlo logo
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আসামের ৩০ জেলায় পানিবন্দি ২৫ লাখ মানুষ

ঊষার আলো
জুলাই ৬, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতের আসামে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে।  রাজ্যের সরকারি বুলেটিনে বলা হয়েছে, বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। এছাড়া ৩০ জেলায় পানিবন্দি হয়ে পড়েছে ২৫ লাখ মানুষ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে,কাছাড়,কামরুপ, হাইলাকান্দি, হোজাই, ধুবরি,নগাঁও, মরিগাঁও, গোয়ালপাড়া, বরপেটা, ডিব্রুগড়, নলবাড়ি, ধেমাজি, বোঙ্গাইগাঁও, লখিমপুর, জোরহাট,সোনিতপুর, কোকরাঝাড়, করিমগঞ্জ, দক্ষিণ সালমারা, দাররাং এবং তিনসুকিয়া বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডিব্রুগড় জেলা। রাজ্যের বন্যা পরিস্থিতি উন্নতির জন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা।

মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমরা জনগণের অভিযোগ শুনতে এবং তাদের সমস্যা সমাধানের জন্য অক্লান্ত পরিশ্রম করছি’।

এদিকে আগামী কয়েক দিন ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আসামের স্থানীয় আবহাওয়া অফিস। ফলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঊষার আলো-এসএ