UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আসিফ মাহতাবকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

ঊষার আলো ডেস্ক
জুলাই ২৮, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

পাঠ্যবইয়ে ‘শরীফ ও শরীফা’র গল্পের পাতা ছিড়ে আলোচিত-সমালোচিত হওয়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তার পরিবার।

শনিবার রাতে উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবার জানায়।আসিফ মাহতাবের বোন  বলেন, রাতে ডিবি পরিচয় ১০ থেকে ১৫ জন এসে উত্তরার বাসা থেকে আসিফ মাহতাবকে তুলে নিয়ে যায়।

কেন নিয়ে যাচ্ছেন এমন প্রশ্ন করা হলে তারা জানান, তাকেই (আসিফ) জিজ্ঞাসা করুন কেন নিয়ে যাওয়া হচ্ছে।

আটকের কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন আসিফ মাহতাব। সেখানে তিনি লেখেন, ‘আপনারা জানেন অনেক মানুষকে কোনো ভ্যালিড কারণ ছাড়া গ্রেফতার করা হচ্ছে। আপনারা এটাও জানেন আমি আপনাদের পাশে ১০০% ছিলাম, এখনো আছি। এই অপরাধের কারণে আমাকে যদি গ্রেফতার করা হয় কিংবা গুম করা হয় তাহলে আপনারা কি করবেন?’

তিনি আরও লেখেন, ‘না আমি ভয় পাচ্ছি না। যারা নিরাশ্রয় মানুষকে গুলি করে হত্যা করতে পারে, ওই কাপুরুষদেরকে ভয় পাব কেন? আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত। সবারই মরতে হবে, এইটাই সত্য। কিন্তু আমি জনগণের মাইন্ডসেট বুঝতে চাই। এই উম্মাহ কি এক? নাকি এই উম্মাহ স্বার্থপর, বিভক্ত?’