UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইংল্যান্ডকে হারিয়ে ৫৩ বছর পর ইউরো চ্যাম্পিয়ন ইতালি

usharalodesk
জুলাই ১২, ২০২১ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইংল্যান্ডকে হারিয়ে ৫৩টি বছর পর ইউরো চ্যাম্পিয়ন হলো ইতালি।  ১৯৬৮ সালে ইউরো জিতেছিল ইতালি। কিন্তু এবার টাইব্রেকারে ইংল্যান্ডকে কাঁদিয়ে ইউরোর ট্রফিটা রোমে ফিরিয়ে নিয়ে যাচ্ছে আজ্জুরিরা। নির্ধারিত এবং অতিরিক্ত সময়ে ১-১ গোলের সমতা ছিল ম্যাচে। শেষ পর্যন্ত টাইব্রেকারেই জয় হলো ইতালির। ইংলিশদের সমস্ত স্বপ্ন ভেঙ্গে গেলো টাইব্রেকারে।

টাইব্রেকারে ইতালির প্রথমটি গোল হলো। শট নেন ডোমেনিকো বেরারদি। ১-০। ইংল্যান্ডের ১ম শট নেন অধিনায়ক হ্যারি কেইন, গোল। ১-১। ইতালির ২য় শট নেন আন্দ্রে বেলোত্তি। জর্ডান পিকফোর্ড ঠেকিয়ে দেন সেটি । ১-১। ইংল্যান্ডের ২য় শট, হ্যারি মাগুইরে। ১-২। ইতালির ৩য় শট নেন লিওনার্দো বনুচ্চি। গোল। ২-২। ইংল্যান্ডের ৩য় শট নেন মার্কাস রাশফোর্ড। তবে বলটি তিনি মেরে দেন বাম পাশের পোস্টে। গোল হলো না। ২-২। ইতালির ৪র্থ শট নেন ফেডেরিকো বার্নার্ডেশি গোল। ৩-২। ইংল্যান্ডের ৪র্থ শট নেন জ্যাডন সানচো। ঠেকিয়ে দেন গোলরক্ষ ডোনারুমা। ৩-২। ইতালির ৫ম তথা শেষ নন জর্জিনহো। তার শট ঠেকিয়ে দেন পিকফোর্ড। ৩-২। ইংল্যান্ডের শেষ শট করেন বুকাইয়ো সাকা। সেই শটও ঠেকিয়ে দেন ডোনারুমা। ৩-২ ব্যবধানে জিতে ইউরো চ্যাম্পিয়ন হন ইতালি।

(ঊষার আলো-আরএম)