UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ ; অভিভাবক কে অর্থদণ্ড 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
ডিসেম্বর ১৭, ২০২৩ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বাল্যবিবাহের আয়োজন করায় অভিভাবক কে অর্থদণ্ড  করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় খুলনার পাইকগাছায়।
জানা গেছে উপজেলার লস্কর ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামের তপন ঢালী পাশ্ববর্তী আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালভাঙ্গা গ্রামের জৈনক ব্যক্তির নাবালিকা মেয়ের সাথে তার ছেলে সুমিত ঢালীর বিয়ের আয়োজন করে।
এমন খবর জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন ও আনসার কমান্ডার আবু হানিফ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ছেলের অভিভাবক কে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুজ্জামান বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে ছেলের অভিভাবক কে ৮ হাজার টাকা অর্থদণ্ড করেন এবং বাল্যবিবাহ বন্ধ করে দেন।